মো : খলিলুর রহমান : হিজলা উপজেলার মেঘনা নদীর দুই ক’লে ২টি ইউনিয়ন। হরিনাথপুর ও মেমানিয়া, ইউনিয়নের জেলেরা রাতের আধারে অবাদে মা ইলিশ নিধনে ব্যাস্ত। উপজেলা মৎস্য কর্মকর্তারা গ্রেফতার করে ও জাল পুড়িয়ে দিলেও তারা মাছ নিধন অবরোধ আইন না মেনে রাতের আধারে নদীতে জাল ফেলাচ্ছে। মা ইলিশ নিধনে ব্যাস্ত রয়েছে। আর কর্মকর্তারা ধরবেন বা কি করে হরিনাথ পুরের জেলেরা থাকে গুয়াবাড়িয়ার ইউনিয়নের কোলচরের খালে। কুল চলের গ্রাম পুলিশ মিল্টনের বাড়ীর পেছনে। রাতের আধারে মাছ ধরে চৌকিদারে বাড়ীর পিছনেই হরদমে বিক্রি করছে। আর পুলিশ কর্মকর্তারা উক্ত অভিযান চালালেই জেলেদেরকে দেখতে পাবেন।
হিজলা থানার মেঘনা নদীতে রাতের আধারে মা ইলিশ নিধনে জেলে
