হিজলা প্রতিনিধি : প্রতারক শাহিন খানের প্রতারণার শিকার হয়ে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়ার ভুক্তভোগী শাহিন বেপারী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মানববন্ধন করেছেন।
সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল এগারোটায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে ভুক্তভোগী শাহিন বেপারী জানান, প্রতারক শাহিন খান দশ শতাংশ জমির সকল কাগজপত্র জালিয়াতির মাধ্যমে আড়াই বছরে তার কাছ থেকে নগদ ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার প্রতারণার কারণে আদালতের কাছে আজ সে অপরাধী।
মানববন্ধনের মাধ্যমে প্রতারক শাহিন খানের প্রতারণার হাত থেকে রক্ষাপেতে ভুক্তভোগী এই পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীদের সাহায্য কামনা করছেন।
