নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের এমপিও কোটায় বরাদ্ধকৃত কাচা রাস্তা সংস্কার বাবদ ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হলেও কাজ না করে লোপাট করে দিয়েছে দ্ইু ব্যক্তি। এরা হলো রিপন দাস ও তুহিন। প্রসঙ্গত, স্থানীয় খালেক হাওলাদােেরর বাড়ি থেকে চুন্নু মিয়ার বাড়ি পর্যন্ত সড়কটির নজুক বেহাল দশা জন সাধারনের চলা চলের অনউপযুগি। বর্ষা মৌসুমে হাটু সমান পানি জমে কাদা পানিতে চলা চলের কষ্ট কর। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ঝোড় খাল । রাস্তায় মাটি দিয়ে মেরামত করার কথা থকলে ও সরেজমিনে গিয়ে দেখা যায় কোন ধরনের কাজ না করেই সম্পূর্ন টাকা আস্তসাত করে নিজেদের পকেটে নিয়েছে দুর্নীতি বাজ চক্র। র্স্থানীয় সচেতন মহল এহনে অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। তারা অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
সায়েস্তাবাদ ইউনিয়নে কাচা রাস্তা সংস্কারে ১ লাখ ২০ হাজার টাকা লোপাট
