১২ আগষ্ট বেলা ১১ ঘটিকায় বিএমপি উত্তর কার্যালয় বরিশালে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলম এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে, মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মামলার অগ্রগতি পর্যালোচনা শেষে তিনি বিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশনা অবগত করে বলেন,” বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন দ্বারা সমাজ থেকে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আগের চেয়ে আরও বেগবান হয়ে কাজ করতে হবে। ”
তিনি বলেন,নির্ধারিত বিট এরিয়ায় কোন প্রকার শৃঙ্খলার অবনতি না হয়, ভু্ক্তভোগী যেন পরিপূর্ণ সেবা পেতে পারে সে বিষয়ে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
কারো বিরুদ্ধে জনগণের প্রতি অপেশাদার আচরণ, অসহযোগিতা বা আস্থাহীনতার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ ।
সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তৎপর বিএমপি।
