বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান(৫৮) গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টায় হৃদরোগে অক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে মীর মনির তার শীতলাখোলা নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর ১টার দিকে এ্যাম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। পথিমধ্যে তাকে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টায় ইন্তেকাল করেন। মীর মনির ১৯৮২ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন
সাংবাদিক মীর মুনির আর নেই
