বরিশাল অফিস : বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন গেটে তালা ঝুলিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। তারা কেউ হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না। বুধবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিক থেকে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হামলার ঘটনা ঘটে। মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী রাজু জানান, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা শেবাচিম হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) শামীম বাংলানিউজকে জানান, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন
শেবাচিম হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
