বরিশাল অফিস ॥ রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে রবিবার বিকালে বরিশাল জেলা ও মহানগর ঐক্য ন্যাপের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন, ঐক্য ন্যাপের সভাপতি এ্যাড. হাবিবুর রহমান মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঐক্য ন্যাপের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মাস্টার মোঃ নজরুল ইসলাম, জেলা সহ সভাপতি নুরুল আমিন খান, সহ সভাপতি শামসুর নাহার, মুলাদী উপজেলা সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ ফরিদ উদ্দিন খান, উজিরপুর উপজেলার সভাপতি বিনয় দাস গুপ্ত, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক রাইসুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি কৃষ্ণ লাল দেবনাথ, লেবুখাল বিধান রায়, যুবনেতা মাহবুব হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মায়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে বিশ্বের মানবাধিকার হস্থক্ষেপ কামনা করা হয়। অমানবিক হামলা বন্ধে বিশ্ব বিবেক স্বোচ্চার হওয়া প্রয়োজন। একই সাথে বিশ্বজুড়ে সমগ্র জাতিগত নিপীরন বন্ধ করার আহবান জানান নেতারা। ঐক্য ন্যাপের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে বরিশাল জেলা ও মহানগর ঐক্য ন্যাপের প্রতিবাদ সভা
