আমেরিকার বিমানবন্দরে আবারও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হল ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাহরুখ খানকে।
বলিউডের ‘কিং খান’ হিসেবে খ্যাত অভিনেতা শাহরুখ খানকে আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিমানবন্দরে শুক্রবার তাকে আটকের পর হতাশা প্রকাশ করেছেন শাহরুখ।
টুইটারে তিনি মার্কিন বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টিকে সম্মান জানালেও এভাবে আটকে রাখার বিষয়ে হতাশা প্রকাশ করেন।
কর্তৃপক্ষ তাকে কতক্ষণ আটক করেছিল এবং কি কারণে করেছিল সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তিনি জানান, এ ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটতে পারে সেজন্য কর্তৃপক্ষ সচেষ্ট ছিল।
মিস্টার খানকে এর আগেও দুবার এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল। চার বছর আগেও নিউ ইয়র্কের একটি বিমানবন্দরে নব্বই মিনিট আটকে রাখা হয়েছিল তাকে। তারও আগে ২০০৯ সালে তাকে দুই ঘণ্টার মত আটকে থাকতে হয় বিমানবন্দরে।
মার্কিন বিমানবন্দরে আবারও আটক শাহরুখ খান
