জে.আই.জুয়েল : বেআইনি ভাবে ইট প্রস্তুত করায় ২ জনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রমন্য আদালত । মঙ্গলবার(৩০এপ্রিল) দিনভর পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এর নেতৃত্বে জেলার সদর উপজেলার চরনেহালগঞ্জ ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কয়া এলাকায় ভ্রমন্য আদালত পরিচালনা করা হয়। “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় ক) মেসার্স খান ব্রিকসকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । দন্ড প্রাপ্ত ব্যক্তি ম্যানেজার মো: মোস্তফা হাওলাদার, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ হাজার টাকা জরিমানা দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান । ঝালকাঠি কৃষ্ণকাঠি, সদর ২০ হাজার টাকা জরিমানা তিন মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে আর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান দন্ড প্রাপ্তর নাম মো: নাসির হাওলাদার, সে সাহেবের হাট বন্দর থানা এলাকার পতাং গ্রামের ।
বেআইনি ভাবে ইট প্রস্তুত করায় ২ জনকে ৩ মাসের কারাদন্ড
