বরিশাল: বরিশাল নগরীর নং২৯ ওয়ার্ডের লুৎফর রহমান সড়কে বাড়ি-ঘর ভাংচুর ও মা-ছেলে আহত হওয়ার ঘটনা ঘঠেছে। এ ঘটনায় এয়ারর্পোট থানায় অভিযোগ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল নগরীর নং২৯ ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের মৃতকরমআলীর ছেলে হারুন(৪৫) দীর্ঘদিন থেকে ঐ বাড়িতে থাকে তার পরিবার সহ (১২ ই জুলাই ) বৃহস্পতিবার রাত্রে সামসুল হকের ছেলে ইনুসকাজী বাড়িঘর ভাংচুর শুরু করে। স্থানিয়রা এসে বাধা দিলে ইনুস ঘটনার স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।কি কারনে বাড়ি ঘর ভাংচুর করেছে তা সম্পার্কে জানে না ভুক্তভুগি পরিবার।ভুক্তভুগি পরিবার জানায়,আমাকে ও আমার পরিবার কে মাদক দ্রব্য দিয়ে ধরিয়ে দিবে বলে ভাংচুরের হুমকি দিয়ে যায়। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে এয়ারর্পোট থানার কর্মকর্তা বলেন,বাড়িঘর ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাড়ি-ঘর ভাংচুর ও মা-ছেলে আহত
