বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের ভন্ড কাজী হেলাল প্যাদা আবারো এলাকায় সক্রীয় হয়ে উঠেছে। নিজেকে সে শ্রেষ্ঠ ইমাম দাবি করলেও কাজকর্মে শ্রেষ্ঠাতার ধারো কাছেও নেই। পেপার পত্রিকায় তার অপকর্মের বহু খতিয়ান প্রকাশিত হলে কিছুদিন সে অপকর্ম থেকে নিজেকে আড়াল করে নেয়। তথ্য সূত্র জানা যায়, প্রতাড়নার মাধ্যমে বোয়ালিয়া গ্রামের কাদের লাহারীর পুত্র সোহাগ (১৭) এর সাথে কালকিনি উপজেলার মালেক মালের মেয়ে লাইলী বেগম (১৩) এর বাল্য বিবাহ সম্পন্ন করে। কাজী সফিউল বাসার কে ব্যবহার করে গত ২৬ জুন’২০১৪ তারিখে লাইলী ও সোহাগের বিবাহের নিকাহ্নামায় দুই প্রকার দেন মোহর দিয়ে ওই বাল্য বিবাহ সম্পন্ন করে। উপরান্ত ওই নিকাহ্নামায় ঘষা-মাজায় ওভার রাইটিং করে দেন মোহর অংক বসায় যা সম্পূর্ন বিবাহ বন্ধন আইন পরিনন্থি। এ সম্পর্কে হেলাল প্যাদার নিকট জানতে চাইলে তিনি জানান বাল্য বিবাহ পড়াইছি, নিকাহ্নামায় ঘষা-মাজা করিয়াছি তাতে সাংবাদিকের কি? তিন টাকার পত্রিকায় লিখে যা পারেন করেন। এলাকাবাসী জানায়, হেলাল প্যাদা এলাকায় পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। কিছু বললে বলে থানার ওসি আমার বন্ধু আমি থানায় যা বলি সেটা শোনে। হেলাল প্যাদার অপকর্মের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কামনা করছে গ্রামবাসী।
বাকেরগঞ্জে ভন্ড কাজী হেলাল প্যাদা আবারো সক্রীয়
