বাকেরগঞ্জ প্রতিনিধিঃ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজ তাঁর ৭৪তম জন্মদিন।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্বেগে দোয়া মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া’র সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর (সোমবার) বাদ আছর সরকারি বাকেরগঞ্জ কলেজ মসজিদে দোয়া-মিলাদ ও সন্ধায় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হুসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুনিরুজ্জামান ডাকুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, দপ্তর সম্পাদক , উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জে দোয়া মোনাজাত ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
