মোঃ বশির আহাম্মেদ ঃ বরিশালের বাকেরগঞ্জ ১৪নং নিয়ামতি ইউনিয়নের ১১ নং মৌজার ১৯৪ /১০১৪ নং খতিয়ানে ১০৭৩ /১০৭৪ নং দাগের ১১.৭৫ শতাংশ জমি ও জমিতে ভবন নির্মাণে রড সিমেন্ট বালু যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার ১৬০ টাকা জোরপূর্বক প্রকাশ্য দিবালোকে জবরদখল করে নেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় ১৬ই জুন মোহাম্মদ আনিসুর রহমান (৭৬) পিতা মৃত্যু মোবারক আলী ফরাজী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন৷ যার নাম্বার ১৪/১৩৮। উক্ত মামলার বিষয় টি আচ করতে পেরে বিবাদীরা মামলার হাত থেকে বাঁচতে ২৭শে জুন দিবাগত রাতে ডাকাতির নাটক সাজান। ঘটনা সূত্রে জানা যায় রহমত উল্লাহ ওরফে আতিক বাহিনী হঠাৎ করে সহযোগিতা কামনা করে বাকেরগঞ্জ থানায় ফোন দিয়ে ডাকাতি হচ্ছে মর্মে জানায় সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং বিষয়টি তদন্ত শুরু করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তকালে ডাকাতির কোন আলামত না পাওয়ায় বিষয়টি আমার সন্দেহ হয়। বিষয়টি বরিশালে উর্ধ্বতন কর্মকতাদের জানালে ঘটনার পরেরদিন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান ঘটনাস্থলে তদন্ত করে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই ডাকাতির নাটক সাজানো হতে পারে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দোকানদাররা জানান প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ডাকাতির নাটক সাজানো হয়েছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরংশ নিজেদের মামলা থেকে রেহাই পেতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ডাকাতি নাটকের অবতারণা বলেই সবার ধারণা। তারা এ ধরনের হীন প্রচেষ্টা কারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
বাকেরগঞ্জে জমি দখল ও লুটপাট মামলা থেকে বাঁচতে ডাকাতির নাটক!!
