অবশেষে বাংলাদেশে সফরে আসার সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফর পরিকল্পনা অনুযায়ীই এগোবে বলে জানিয়েছে তারা। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন ইংলিশ। সবকিছু ঠিক থাকলেও আসন্ন এ সিরিজে ইংল্যান্ড দলের হয়ে খেলতে নাও দেখা যেতে পারে অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ট ব্রডকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিবে বলে গুঞ্জন উঠেছে। ইতিমধ্যে, এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ডেইলি মেইল। বাংলাদেশের মাটিতে যখন টাইগারদের বিপক্ষে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা লড়াইয়ে ব্যস্ত থাকবে, ঠিক তখনই দ্বিতীয় সন্তানের বাবা হবেন অ্যালিস্টার কুক। তাই পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে স্ত্রীর পাশে থাকার জন্য আসন্ন সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন কুক বলে জানা গেছে। অন্যদিকে, নিরাপত্তা পরিদর্শক দলের প্রতিবেদনে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা না প্রকাশ পাওয়া স্বত্বেও বর্তমান সময়ে বাংলাদেশ সফরে নিরাপত্তাহীনতায় ভোগার ফলে এ সফরে স্টুয়ার্ট ব্রডকে দেখা যাবে না বলে জানা গেছে। প্রাথমিকভাবে এসকল গুঞ্জন শুনা গেলেও, বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরই এ বিষয়ে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশ সফরে আসবেন না কুক-ব্রড!
