বসন্তের মন খারাপ
এলাচি আক্তার
——- —— —— ——
বসন্তের ও কি মন খারাপ হয়
জানতাম নাতো!
বসন্ত তো সুখের সমীরণে সুচিত
রুপের আগুনে প্রজ্বলিত।
কোকিলের সুরে প্রণয়ের বার্তা বাহক
সে কি না আজ এভাবে মুখ লুকিয়ে কাঁদে
তবে কি শীতের রিক্ততা রয়ে গেছে হৃদকোণে।
হয়তো বা হয়তো না!!
সে যাই হোক
তবে বসন্ত ও যে কাঁদে কাহারো শূন্যতায়
তাহা রচি আকাশের বিশালতায়
আজ বসন্তের মন খারাপ!!
বসন্তের মন খারাপ, এলাচি আক্তার
