বরিশাল অফিস : বরিশাল নগরীর অন্যতম ব্যাস্ততম বানিজ্যিক এলাকা হাটখোলা ও বাজার রোডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় পরিনত হয়েছে। এসব এলাকা থেকে হেটে যাওয়াই দায় হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের বার বার বলার পরও কাজ না হওয়ায়, অবশেষে সিটি মেয়র আহসান হাবিব কামালের কাছে অভিযোগ করেছেন সেখানকার ব্যবসায়ী সমাজ। নেতৃবৃন্দ রোববার (১৭ জুলাই ) দুপুর ১টায় মেয়রের সাথে বৈঠক করে তাদের অসুবিধার কথা তুলে ধরেন। পরে সিটি মেয়র কামাল তাদের আস¦স্ত করে বলেন, তিনি ঘটনাস্থল পরির্দশন করে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবেন। এসময় সংশ্লিষ্ট কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মো: ইউনুস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, জাহানারা বেগম, হাটখোলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, ইকবাল আহসান আলম, পনা বাবু, এ্যাড. আসাদুজ্জামান টুটুল, শাহ আলমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল নগরীর বানিজ্যিক এলাকার সড়ক ও ড্রেনেজ বেহাল দশায়
