সাবিনা ইয়াসমিন : বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ( বৃহস্পতিবার ১ এপ্রিল ) দুপুরে হাহাতির ঘটনা ঘটে । এতে ব্যবসায়ি সেলিমের পরিবারের লোক জাবেদ,কহিনুর,লিয়া,লিমা,রুমা, তাসলিমা ও রুমা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে । ব্যবসায়ি সেলিম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে , সুরাইয়া, অন্তু,জেছমিন,আমেন্,শুক্কুর,জসিম বিশ্বাস,কুলছি,নিপা মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারের লোক জনকে অকর্ত ভাষায় গালি দিয়ে টানা হেচরা কিল,ঘুষি,লাথি মেরে আহত করে । উল্টো সুরাইয়া নাটোক সাজিয়ে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থর ভ্যান ধরে ভর্তি হয় । আর আমাদের নামে মিথ্যে মারধরের অপবাদ দিয়ে হয়রানী করে। এলাকাবাসী জানায়, ব্যবসায়ি সেলিম সুরাইয়ার বিবাহের সকল খরচ বহন করে । সেলিমের স্ত্রী অভিযোগ করেন,অন্তু উলঙ্গ হয়ে তার সামনে অকর্ত ভাষায় গালি দিয়ে কিল ,ঘুষি , লাথি মারে । এলাকার স্থানীয়রা জানায় , সুরাইয়া , অন্তু, জসিম বিশ্বাসের পরিবার উগ্র মেজাজের চলা ফেরা খুব নগন্ন ভালোর জন্য কেউ কিছু বললে তাকে ফাঁসাতে নয়া কৌসল অবলম্ব করতে ভাল জানে । শান্ত্রি প্রিয় মানুষের সাথে ঝগরা বেধে অর্থ হাতিয়ে নেওয়ার সভাব রয়েছে বলে অনেকেই জানায় ।এঘটনার সুষ্ঠ তদন্ত করে জসিম বিশ্বাসের পরিবারদের আইনের আওতায় এনে দৃষ্টন্ত মূলক শাস্তি দাবি ব্যবসায়ি সেলিমসহ এলাকার শান্তি প্রিয় নারি পুরুষের।
বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যে মারধরের অভিযোগ !!
