বরিশাল অফিস ॥ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় রেকর্ডীয় ভোগ দখলীয় জমি রাতের আধারে দখল নেয়ার চেস্টায় আদালতে মামলা দায়ের। ৩ অক্টোবর মঙ্গলবার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে রেকর্ডীয় ভোগ দখলীয় জমির মালিক জাহিদ হোসেন সুরুজ মোল্লার স্ত্রী সৈয়দা ইসমত শায়লা ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার এমপি কেস নং ১৮০। অভিযুক্ত আসামীরা হলো ঐ একই এলাকার গনি শরীফের পুত্র জাকির হোসেন জয়, মৃত জেন্নাত আলী শরীফের পুত্র গনী শরীফ, মোঃ চুন্নু মেম্বাররের পুত্র মোঃ রিয়াজ, নেছার শিকদারের পুত্র মোঃ মামুন শিকদার। মামলা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর শুক্রবার রাত ২টায় এ ঘটনা ঘটে। রুপাতলী আলহাজ্ব মোবারক আলী মোল্লা সড়কে জব্বার মোল্লার জমিতে একটি মুরগীর খামারের নতুন ঘর ছিলো। ঐ ঘরটি স্থানীয় রিয়াজ, মামুন সিকদার, সফিক, গণি শরিফ সহ প্রায় ৫/৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী রাতের আধারে ঘরটি ভেঙ্গে পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যায়। জাহিদ হোসেন সুরুজ মোল্লা জানান, ৩৫.৭৫ শতাংশ জমির মালিক তিনি। যার এসএস ৩৫/৪১ নং দাগ ১২৩৪ রেকর্ডকৃত জমি দখলে সত্যতা রয়েছে। মামলায় আরো উল্লেখ থাকে যে, সুরুজ মোল্লার স্ত্রী সৈয়দা ইসমত শায়লার শ্লিলতাহানী করে ঐ আসামীরা এবং ৫০ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন সহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে প্রতিপক্ষরা। মামলাটি বিচারক আমলে নিয়ে পিবিআই তদন্ত করে আগামী ২৩ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। এর আগে চলতি বছরের ১০ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করে জব্বার মোল্লার ছেলে জাহিদ হোসেন সুরুজ মোল্লা ও তার স্ত্রী সৈয়দা ইসমত শায়লা। যার নং ৫১৩।
বরিশাল নগরীতে জমি জবর দখলকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের।
