বরিশাল অফিস: বরিশালের রহমতপুর এলাকায় বাসের চাপায় রাশেদ মুন্সী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সৈয়দ শামীম হোসেন নামে মোটরসাইকেলের আরেক আরোহী। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাশেদ নগরের দক্ষিণ সাগরদীর ২৩ নম্বর ওয়ার্ডের মৃত রফিক উদ্দিন মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে বরিশাল যাচ্ছিলেন রাশেদ ও শামীম। পথে রহমতপুর এলাকায় একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান রাশেদ। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
