স্টাফ রিপোর্টার ঃ বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের শাহ পরান সড়ক চাপরাশি বাড়ি দাবী কৃত ঘুষ না পেয়ে দুই শিশুর মাকে লাঞ্চিত করে দায়িত্বে থাকা নার্সরা । (১৭ ডিশেম্বর) বৃহস্পতি বার দুপুরে ১১ নং পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে । লাঞ্চিত হওয়া দুই নারীর অভিযোগ , আমাদের শিশুকে নিয়ে টিকাদানকেন্দ্রে হাম-রুবেলা টিকা দিতে গেলে দায়িত্বে থাকা নার্স মুক্তি ব্যানাজি , আফরিন আক্তার , হাফছা আক্তার টিকা না দিয়ে ফেরত পাঠাতে চায় আমরা বললাম কেন দেওয় হবেনা তখন তারা বলে আমাদের কিছু খরচ লাগবে তখন আমরা তাদের দাবী খরচ টাকা না দিতে চাইলে এক পর্যায় আমাদের উপর চড়াউ হয়ে খারাপ ভাষায় গালি দিয়ে লাঞ্চিত করে বের করে দেয় । এ ব্যাপারে ২৯ ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কিছু জানা নেই অপর দিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুক্তি ব্যানাজি ও হাফসা আক্তার ,সেচ্ছাসেবি আফরিন আক্তার তাদের বিরুদ্ধে এ ঘটনায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা ঃ বাসুদেব কুমার দাস দুই সদস্য কমিটি গঠন করে অভিযুক্তদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।
বরিশালে টিকাকেন্দ্রে দুই নারী লাঞ্চিত ঘুষ দাবী
