দেশবরেণ্য কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি)। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে আদাবর থানা থেকে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। সোমবার সকালে ফরহাদ মজহার নিখোঁজ হলে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই রাত সাড়ে ১১টায় আদাবর থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু করা হয়। সোমবার ভোরে তার শ্যামলীস্থ বাসা থেকে বের হওয়ার পর অপহরণ করা হয় ফরহাদ মজহারকে। পরে যশোরের নওয়াপাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোমবার রাতে তাকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে নেয়া হয় মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতে নেয়া হয়। ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের পর আদালত তাকে নিজ জিম্মায় দিলে তিনি চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে যান। রাতে সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে পুলিশকে তিনি বলেছেন, তাকে চোখ বেঁধে অপহরণ করা হয়েছিলো।
ফরহাদ মজহার অপহরণ মামলা ডিবিতে
