মণীশ মালহোত্রার ফ্যাশন শো–তে প্রথমবার পাশাপাশি দেখা গেছিল তাদের। সেখানেই নাকি বন্ধুত্ব। এবার সেই নতুন বন্ধু পাকিস্তানি নায়ক ফাওয়াদ খানের সঙ্গে স্পেনে ছুটি কাটাতে গেলেন বলিউডে বর্তমান সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিকের নায়িকা দীপিকা পাড়ুকোন। তবে দোকা নয়। সঙ্গে রয়েছেন বন্ধু–পরিচালক করন জোহর।
বার্সেলোনায় করনের এক বন্ধু থাকেন। তার জন্মদিন পালন করতে যাচ্ছিলেন। সঙ্গে জুটে যান দু’জন। দীপিকার সঙ্গে করনের বন্ধুত্ব বহুদিনের। তবে ফাওয়াদের সঙ্গে বন্ধুত্ব হয় ‘কাপুর অ্যান্ড সনস’–এর সেটে। ছবিটির প্রযোজনা করেছেন করন।
জল্পনা, ফ্যাশন শোয়ে দীপিকা–ফাওয়াদকে একসঙ্গে দেখার পর থেকেই নাকি তাদের নিয়ে ছবি করার কথা ভাবছেন। সেজন্যই স্পেন যাত্রা। জন্মদিন অছিলা মাত্র। ভক্তরা অবশ্য সেই আশাতেই আছেন।
পাকিস্তানি নায়কের সাথে ছুটি কাটাতে স্পেনে দীপিকা!
