বরিশাল অফিস : ঝালকাঠির ডাক্তার পট্টি মুসলি গিনি হাউজে মুখোশ পরে বোমা ফাটিয়ে ডাকাতি করে পালিয়ে যাবার সময় মহিলাসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটেছে। আটককৃত ডাকাতরা থানা পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঝালকাঠি জুয়েলারী সমিতির সভাপতি দেবব্রত কর্মকার দেবু জানান, সন্ধ্যা ৭ টার কিছু আগে মোটর সাইকেলে করে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। মুখোশ পড়েই দোকানের মধ্যে বোমা বিস্ফারণ ঘটায়। দোকানে থাকা কর্মচারী ও মালিক আতঙ্কিত হলে বাইরেও শুনতে পায় বোমা বিস্ফোরনের শব্দ। মুসলিম গিনি হাউজের রাস্তার সামনে ডাকাতরা বেরিকেট দিয়ে বোমা বিস্ফোরণ ঘটাতে থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। কিছুক্ষণের মধ্যে মটোরসাইকেল করে বোমা বিস্ফারন ঘটিয়ে চলে যায়। এতে জুয়েলার কারিগর সমিতির সভাপতি সুরেশ দাস আহত হয়। নেছারাবাদ এলাকার আঃ কাদেরের পুত্র শহীদ জানান, শহরে ডাকাতির খবর রাস্তায় বসে শুনেছি। ইতিমধ্যে ৩ টি মোটর সাইকেলে একযোগে কয়েকজনকে দেখতে পেয়ে ধর ধর বলে ধাওয়া করি। শব্দ শুনে ডাকাতরা আতঙ্কিত হয়ে যেতে থাকে। আমরাও পিছনে ধাওয়া করতে থাকি। একপর্যায়ে গাবখান ব্রিজের টোল ঘরের লোকজন সামনে বেরিকেট দিয়ে আটক করে। ইতিমধ্যে পুলিশ এসে উপস্থিত হয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান বলেন, একজন মহিলাসহ ডাকাতচক্রের ৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি চাপাতি, বেশ কিছু স্বর্ণালংকার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ¦ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।
ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বণের্র দোকানে ডাকাতি করে পালিয়ে যাবার সময় আটক ৫
