উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী মৎস্য দিবসের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ রফিকুল ইসলাম। সকালে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাকক্ষে শেষ করেন। পরে উপজেলা দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, সাবেক যুবলীগ নেতা ইকবাল হোসেন বালী, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন মৎস্যজীবি, ইউপি সদস্য, পৌর কাউন্সিলরসহ নেতৃবৃন্দ
জাতীয় মৎস্য দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
