চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার অ্যাক্টিং এজিং সোসাইটি বিষয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, অ্যাকটিং এজিং সোসাইটি সৃষ্টিতে সংসদ সদস্যগণের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ইকোনোমিক ইমপ্লিকেশন অব এজিং কনফারেন্স শীর্ষক কনফারেন্স ’রুল অব পার্লামেন্ট্রিয়ানস ফর ক্রিয়েটিং অ্যাক্টিভ এজিং সোসাইটি’ চিফ হুইপ আ.স.ম ফিরোজ একথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয় । তিনি বলেন, অ্যাক্টিং এজিং সমাজের একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। সংসদ সদস্যরা এটিকে আরো সুন্দর, টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, সংসদ সদস্যগণের নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের নিকট অ্যাক্টিং এজিং ইস্যু নিয়ে কথা বলা এবং জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ তাদেরকে উৎসাহিত করতে কাজ করা উচিত। গত ৫ সেপ্টেম্বর থেকে চিফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল হ্যানয়ে হেলফএজ রিজ্যুনাল কনফারেন্স অ্যান্ড ফাস্ট স্ট্যান্ডিং কমিটি মিটিং অন অ্যাক্টিং এজিং এ অংশগ্রহণের জন্য ভিয়েতনাম সফরে রয়েছে। সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেসা, সংসদ সচিবালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক (এসপিসিপিডি) এম,এ কামাল বিল্লাহ, চিফ হুইপের একান্ত সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী এ প্রতিনিধিদলে রয়েছেন।
চিফ হুইপ : সরকার অ্যাক্টিং এজিং সোসাইটি কার্যকরে পদক্ষেপ নিয়েছে :
