মোঃ বশির আহাম্মেদ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় রোববার নিজ কর্মস্থল বাকেরগঞ্জে যোগদান করেন । সকালে করোনাজয়ী কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করেন সংবাদমাধ্যমকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাধবী রায়ের করোনার উপসর্গ দেখা দিলে ৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে শের- ই বাংলা হসপিটাল (শেবাচিমে) পাঠানো হয় ।
৯ জুলাই রাতে পাওয়া রিপোর্টে তার করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর পর হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্টে নেগেটিভ আসে। আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পর পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করে পুনরায় দাফতরিক কার্যক্রম শুরু করেন এ করোনাজয়ী কর্মকর্তা।
করোনাজয়ী এ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, করোনায় আক্রান্ত হয়ে বাকেরগঞ্জবাসীর যে ভালোবাসা দোয়া আশীর্বাদ পেয়েছি, তা ভোলার নয়। তাদের এ ভালোবাসা দোয়া আশীর্বাদের কারণেই আমি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে কর্মস্থলের ফিরে আসতে পেরেছি।
তাদের এই ভালোবাসা,আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
করোনা জয় করে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন ইউ এন ও বাকেরগঞ্জ।
