উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলা সাস্থ্য কম্পেলেক্স চিকিৎসাধীন নুরুন্নাহার বেগম। অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে ছিলেন। দরকার উন্নত চিকিৎসা। টাকার অভাবে স্বজনরা চিকিৎসা করাতে না পারায় হাসপাতাল ফেলে রেখে চলে যার । দায়িত্ব নেয় পুলিশ । উজিরপু মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে হাসপাতালে ছুটে যান এসআই মাহাবুবের নেতৃত্ব মানবিক পুলিশের একটি দল। রবিবার (৪ অক্টোবর) তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলঅ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান এসআই মাহাবুব।জানাগেছে, উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের স্ত্রী নুরুন্নাহার বেগম (২৫)। মৃগী রোগে আক্রান্ত হয়ে গত ৩ সেপেটম্বর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে উক্ত রোগীকে চিকিৎসা দিতে না পারায় হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তারা।পরে পুলিশ এসে তাদের নিজ খরচে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করান ।
উজিরপুরে হাসপাতালে রুগিফেলে পালালেন স্বজনরা, দায়িত্ব নিল পুলিশ
