উজিরপুর প্রতিনিধি : দেশ ব্যাপী জঙ্গি হামলা মন্দির মসজিদ ও বিদেশীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং প্রতিরোধের দাবীতে উজিরপুর উপজেলা যুবলীগের উদ্দেগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উজিরপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরের সেক্টর কমান্ডার মেজর এম,এ,জলিল ভাস্কর্যে এসে সমবেত হয়। সেখানে উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম,জামাল হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন,সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা সুমন হাওলাদারসহ পৌর যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুরে যুবলীগের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
