উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরের অসহায় একটি পরিবার প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করলে আসামীরা জীবন নাসের হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগি আনোয়ারের অভিযোগ। দিন মজুর পরিবার আনোয়া মিয়ার ক্রয় করা রেকর্ডিয় ভোগ দখলী জমি জর্বর দখল করে প্রভাব শালি ভূমিদস্যু ইদ্রিস ও এনদাত বিশ্বাস গংরা । এনিয়ে বরিশাল সহকারী জর্জ আদালতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে । অপর আসামীরা হলেন একই এলাকার ফারুক মিয়া , খায়রুল বিশ্বাস, মোহাম্মদ মিয়া । মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার উঃ সাতলা গ্রামের অসহায় মোহাম্মদ হোসেন মিয়া(৭৫) ও তার একমাত্র ছেলে আনোয়ার মিয়া(৪২) মিলে ২০০৮ সনে আইয়ুব নুর মিয়া গংদের কাছ থেকে উঃ সাতলা মৌজায় এস.এ খতিয়ান-১৯১,দাগ নং-১৫৬৭,বি.এস খতিয়ান-২৬৬৮,দাগ নং-১৫৫০ মোট ৬৯ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছে । যাহার দলিল নং-১৫৬২। এর মধ্যে অসহায় দিন মজুর পরিবারের মুড়িবাড়ি বাজার সংলগ্ন ৮ শতাংশ ভোগদখলীয় জমি একই এলাকার ইদ্রিছ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল দির্ঘ দিন যাবত । কিছুদিন পূর্বে অসহায় পরিবারের ভোগদখলীয় জমিতে একই এলাকার সন্ত্রাসীদের গড ফাদার ইদ্রিছ মিয়া(৪০),এমদাত বিশ্বাস(৬০),ফারুক মিয়া(৫০), খায়রুল বিশ্বাস(২৬) নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে উক্ত বিরোধীয় জমিতে জর্বর দখল নিয়ে বালু ভরাট করে নিজেদের আয়ত্বে নিয়ে রাতের আধারে ঘর উত্তোলনের পায়তারা চালায়। বরিশাল সহকারী জর্জ আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিষেধাজ্ঞা চেয়ে আনোয়ার মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। যাহার নং ৯৩/১৮ । ২ আগষ্ট উজিরপুর মডেল থানার এ.এস.আই বিল্লাল হোসেন আদালতের জারিকৃত নিষেধাজ্ঞার নোটিশ উভয় পক্ষের মধ্যে প্রদান করেন। ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসার কিছুক্ষন পরেই অসহায় বৃদ্ধ মোহাম্মদ হোসেন মিয়াকে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর রকতাক্ত করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় ভাড়াটে সন্ত্রাসীরা । পরে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর মেডিকেলে ভর্তি করান। এদিকে আনোয়ারের পরিবার সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘর ছেড়ে অনত্র্য পালিয়ে বেড়াচ্ছে ।এঘটনায় এলাকায় সুষ্ঠ তদন্ত করলে সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে রেহাই পাবে শান্তি প্রিয় গ্রামবাসি।
উজিরপুরে ভূমিদস্যুদের হাতথেকে বাঁচতে অসহায় একটি পরিবারের কান্ন
