বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম এ দন্ড দেন। দন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার মাহার এলাকার মোশারেফ রাঢ়ীর ছেলে সোহাগ রাঢ়ী ও পৌর এলাকার মো. শাহাজাহানের ছেলে খোকন। উজিরপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার আজকের সংবাদকে জানান, দুপুরে মাদকের টাকার জন্য পরিবারের ওপর নির্যাতন চালিয়ে ঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালায় সোহাগ। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। অপরদিকে, চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকনকে গাঁজাসহ আটক করা হয়। পরে বিকেল তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতে বিচারক সোহাগকে এক বছর ও খোকনকে ছয় মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উজিরপুরে দুই মাদকসেবীর কারাদন্ড
