সময়ের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক ইমরান। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।
বাংলা গানের ইতিহাসে রেকর্ড করে তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন ইমরান।
এক কোটিরও বেশিবার দেখা হয়েছে তার মিউজিক ভিডিও ‘বলতে বলতে চলতে চলতে’।
ইমরানের গাওয়া এই গানটি ইউটিউবে বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে বলে দাবি করেছেন এই মিউজিক ভিডিওর নির্মাতা আশিকুর রহমান।
গানটির কথা লিখেছেন শফিক তুহিন। সুর-সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ইমরান। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন তানজিন তিশা ও ইমরান নিজেই।
এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, আজ (রোববার) দুপুর সাড়ে ১২টায় এই গানের মিউজিক ভিডিওটি এক কোটিবার দেখা পূর্ণ হয়। বাংলা গানের ইতিহাসে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যকবার দেখার রেকর্ড গড়েছে গানটি।
গত বছর ৫ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হয় গানটি।
ইমরানের গান ইতিহাস গড়ল
