নলচিঠি প্রতিনিধি : ঝালকাঠির নলচিঠি পৌরসভার ৮ নং ওয়ার্ডের অনুরাগ গ্রামে আইন লঙ্ঘন করে ফসলি জমিতে তিলক নামে একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। নির্মাণাধীন ওই ভাটার পাশে রয়েছে গ্রামীণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বসতভিটা, রয়েছে বিভিন্ন ফলের গাছ। এই অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানব বন্ধন করে ।(৩০ ডিসেম্বর ) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড অনুরাগ মাদরাসার সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তরা বলেন অবৈধ ইটভাটা বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা । ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার, বনাঞ্চল থেকে ২ কিলোমিটার এবং ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। তাছাড়া ইটভাটার চুল্লির একটি নির্দিষ্ট উচ্চতা বাধ্যতামূলক। কিন্তু এ আইন লঙ্ঘন করে পৌরসভার ৮নং ওয়ার্ডেও ফারুক হোসেন তিলক ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটা গড়ে তুলেছেন।
অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
